আশুলিয়ায় নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ার নিশিচন্তপুর এলাকার জনৈক নান্দু মিয়ার বাড়ি থেকে শনিবার রাতে এক নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিক নিহত নারীর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশের ধারণা, ওই নারীকে (২৫) শাসরোধে হত্যা করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপাতাল পাঠিয়েছে।

তিনি আরো জানান, নিহত নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

আজকের বাজার/এমএইচ