বহুতল ভবনের দেয়াল ভেঙে সাভারের আশুলিয়ায় আধাপাকা একটি বাড়ির ওপর পড়ে চারজন আহত হয়েছেন। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নির্মাণাধীন পাঁচতলা ভবনের একটি দেয়াল হঠাৎ ভেঙে শরিফ মিয়ার আধাপাকা একটি বাড়ির ওপর পড়ে। এ ঘটনায় শরিফসহ চারজন আহত হয়েছেন। খবর পেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, ভেঙে পড়া ভবনটির মালিক শেলী খাতুন। কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা না করেই একটি পাঁচতলা ভবন নির্মাণের কাজ করছেন তিনি।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু গণমাধ্যমকে বলেন, বিল্ডিং কোড না মেনে এবং নিরাপত্তা ব্যবস্থা না করে যদি বহুতল ভবন তৈরির কাজ করা হলে তদন্ত করে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন পাঁচতলা ভবনটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন বলেও জানা গেছে।
আজকের বাজার / এ.এ