আশুলিয়ায় বাস চাপায় রিকশা চালকসহ আরোহী মা ও শিশু কন্যা নিহত হয়েছেন। আজ ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মা মালেকা বেগম, তার ৩ বছরের মেয়ে ফাতেমা বেগম এবং রিকশা চালক জুয়েল রানা।
পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রিকশা যোগে তিন বছরের মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন মা মালেকা বেগম। রিকশাটি নবীনগর এলাকায় পৌঁছলে পেছন থেকে কাবা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও রিকশা চালক মারা যান। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান