বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
আশুলিয়ায় বাস থেকে হেলপারের মরদেহ উদ্ধার
প্রকাশিত - জুলাই ২৭, ২০১৮ ৪:৪৫ পিএম
সাভারের আশুলিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাস থেকে হোসেন মিয়া নামে এক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুলাই) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে চলাচলকারী দোয়েল-সিয়াম পরিবহনের বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, রাতে হোসেন মিয়া বাসে ঘুমাতে যান। সকালে বাসের চালক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, নিহতের নাক-মুখে ফেনা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হোসেন মিয়া মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরএম/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.