আশুলিয়ায় বেতন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার আশুলিয়ায় বেতন ও ঈদের বোনাসের দাবিতে ছয়টি পোশাক কারখানার  শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

সোমবার (১১ জুন) আশুলিয়ার কাঠগড়া এলাকার  পজেটিভ ফ্যাশন ওয়্যার লিমিটেড, জামগড়া এলাকার লিন্ডা ফ্যাশন, পোশাক নিটওয়্যার লিমিটেড, গ্রিনলাইফ, কাঠগড়া এলাকার প্যান্টা ফোর, আমতলা এলাকার স্পাইসি ও চারাবাগ এলাকার অর্ক ডেনিম কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে কর্ম বিরতি পালন করছেন।

এর মধ্যে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করার সময় পুলিশ লাঠিচার্জে  তা  ছত্রভঙ্গ হয়ে যায়।
স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মিটির সভাপতি আল কামরান জানান, সোমবার সকাল থেকে আশুলিয়ার কাঠগড়া এলাকার ৬/৭টি কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখিয়ে কর্মবিরতি পালন করছেন।

সভাপতি  কামরান আরও জানান, বকেয়া, এক মাসের বেতন, ঈদের আগে যে কয়দিন কাজ হয় তার মজুরি ও ঈদের বোনাসের দাবিতে শ্রমিকরা সকাল থেকেই বিক্ষোভ দেখানোর পাশাপাশি এ কর্মবিরতি পালন করছেন।
এর মধ্যে কাঠগড়া এলাকার পজেটিভ ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা কারখানার সামনে বিমাইল-জিরাব সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন।’
এ কারখানার শ্রমিক পারুল আক্তার, জাকির হোসেনসহ কয়েকজন অভিযোগ করেছেন, ‘মে মাসের বেতন-ভাতা শনিবার দেওয়ার কথা ছিল। তা না দিয়ে পুলিশ দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছে।’
আশুলিয়া শিল্পাঞ্চল ১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ জানান, ‘সড়ক অবরোধ করে ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করায় তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়েছে।’

আজকের বাজার/এসএম