আশুলিয়ায় ‘সততা জুয়েলার্সে’ বোমা ফাটিয়ে দোকান থেকে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে) আশুলিয়ার কুমকুমারী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক বিপ্লব সরকার (৪২) ও কর্মচারী বিদ্যুৎ রায় (৩৪) আহত হয়েছেন। আশুলিয়া থানার এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপ্লব সরকার সাংবাদিকদের বলেন, “রাতে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলাম তখন একটি প্রাইভেটকার থেকে কয়েকজন নেমে একটি হাতবোমা ফাটায়। পরে তারা দোকানে ঢুকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে পালিয়ে যায়।”
এসআই শহীদুল বলেন, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্বৃত্তরা আগে থেকে ঘটনাস্থলে ওত পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
আরজেড/ জামান