সাভারের আশুলিয়ার পল্লিবিদ্যুৎ বেসরকারী মমতাজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসার শিকার ওই নারীর নাম লাইলি বেগম। তিনি আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আবুল কাসেমের স্ত্রী।
বৃহস্পতিবার (৫জুলাই) রাতে ১২টায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, টনসিল জনিত সমস্যা নিয়ে লাইলি বেগম (৩২) কে বৃহস্পতিবার বিকেলে বেসরকারী মমতাজ জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। রাতে অপারেশন চলাকালে ওই রুগীর মৃত্যু ঘটে। ঘটনার পর ডাক্তার এবং হাসপাতাল পরিচালনা কমিটির কাউকেই পাওয়া যায় নি। এসময় নিহতের স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ জানায়, রাতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের মরদেহ্ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সহরাওয়ার্দী মেডিকেল মর্গে পাঠিনো হয়েছে। এ ঘটনায় আাশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ডা: মুদ্দাচ্ছির মাহমুদ পলাতক রয়েছেন।
আরএম/