বেতন বৈষম্যের প্রতিবাদে সাভারে ও আশুলিয়ায় টানা সপ্তম দিনেও শ্রমিক অসন্তোষ বিরাজ করছে।
রোববার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শ্রমিকরা জানায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংপুর অবরোধ করে বিক্ষোভ করে।
এসময় তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানায় তারা।
এদিকে শ্রমিক বিক্ষোভের মুখে ওই এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
অপরদিকে টানা সপ্তম দিনের মতো পোশাক কারখানাগুলোতে উৎপাদন বন্ধ থাকায় সময়মত শিফমেন্টের পোশাক না যাওয়ায় পোশাক মালিকরাও বিপাকে পড়েছেন।
তবে রোববার বেশির ভাগ কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিলেও সকালে উলাইল এলাকার এইচ আর টেক্সটাইল গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করেছে।
কোনো প্রকার গুজবে কান না দিয়ে শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহবান জানিয়েছে শিল্প পুলিশ ১ এর পরিচালক শানা শামীনুর রহমান। তিনি জানান, নরসিংহপুর এলাকায় শ্রমিকদের সাথে সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ