আশুলিয়া বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

আশুলিয়ার টঙ্গাবাড়িতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে রুবেল হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় ডিবি পুলিশের তানভীর ও সেলিম নামে দুই এসআইসহ ৩ জন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার ৯ মার্চ ভোর রাতে এই ঘটনা ঘটে। নিহত ডাকাত রুবেলের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

এ বিষয়ে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, গত ১৩ ফেব্রুয়ারী চলন্ত বাসে ডাকাতি ও চালকে ঘুনের ঘটনায় গ্রেপ্তার ডাকাত সর্দার রুবেলকে নিয়ে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে আগে থেকে ও পেতে থাকা অন্য ডাকাতরা রুবেলকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে ডাকাতের বন্দুক যুদ্ধে ডাকাতের ছোড়া গুলিতে রুবেল নিহত হয়।

নিহত রুবেল হোসেনর নেতৃত্ত্বে নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘদিন ধরে চলন্ত বাসে ডাকাতি করে আসছিলো এই ডাকাত চক্রটি। তদার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে এ বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমে আরও বিস্তারিত বলবেন।

আরএম/