মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিপীড়নের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে তালিকা তৈরি করবে বাংলাদেশ।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) খালিদ মোহাম্মদ বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে যেসব পথ দিয়ে আসছে, তাদের ১৭টি বিশেষ পয়েন্ট চিহ্নিত করেছে। এবার যারা মিয়ানমার থেকে এসেছে সবাইকে তালিকভুক্ত করা হবে। চাইলেই যাতে তাদের খোঁজ পাওয়া যায় সেজন্য তাদের ছবি, আঙ্গুলের ছাপ নেয়া হবে।’
জেলা প্রশাসনের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এবার আসা রোহিঙ্গাদের সবাইকে একসঙ্গে রাখা হবে। তাদের জন্য উখিয়া উপজেলার বালুখালীতে বনবিভাগের পাঁচ হাজার একর জমিতে আশ্রয়ের ব্যবস্থা নেয়া হবে। খুব শিগগিরই এ কাজ শুরু হবে।’
রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা নতুন রোহিঙ্গারা নিজেরাই তাদের তালিকা করেছে বলে জানা গেছে। নতুন আশ্রয়কেন্দ্র ও নোম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের এ তালিকায় পরিবার প্রধান ও তাদের সদস্য সংখ্যা উল্লেখ করা হচ্ছে।
ইতোমধ্যে নতুন আসা রোহিঙ্গারা নিজেরা কমিটিও করেছে। এই কমিটিতে একজন চেয়ারম্যান ও ১০ জন সদস্য রয়েছেন। সদস্যরা চেয়ারম্যানকে সহযোগিতা করবেন।
রাখাইন রোহিঙ্গা শরণার্থী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মো. আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা তালিকা করা শুরু করেছি। যারা বিভিন্নভাবে আশ্রয় নিয়েছেন তাদের নাম ও পরিবারের সদস্য সংখ্যা তালিকাভুক্ত করা হচ্ছে।’
গত ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযান শুরু করে।
সূত্র : পার্স নিউজ
আজকের বাজার : এমএম / ৯ সেপ্টেম্বর ২০১৭