নিজের গাওয়া গানের নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন প্রবাসী বাংলাদেশী মডেল-কোরিওগ্রাফার-গায়িকা আর্শিনা প্রিয়া। আর্শিনা প্রিয়ার এই নতুন মিউজিক ভিডিওটির শিরোনাম ”নাচো সব ভুলে”। এরই মধ্যে গানটির একটি টিজার মুক্ত করা হয়েছেআর্শিনা প্রিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গেলো ১৯ নভেম্বর। বিগ বাজেটের এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কানাডার টরন্টোতে । আর্শিনা প্রিয়ার কোরিওগ্রাফীতে গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ডেবি ডিয়ার ও ক্যামেরায় ছিলেন ইয়ন ইসমিত। ভিডিওতে আর্শিনা প্রিয়ার পাশাপাশি মডেল হয়েছেন ৮ জন বিদেশী ড্যান্সারও। এ প্রসঙ্গে আর্শিনা প্রিয়া বললেন,”এ বছরের ১৪ ফেব্রুয়ারি আমার ইউটিউব চ্যানেলে প্রথম মিউজিক ভিডিও ”এপি” শিরোনামে প্রকাশ করেছিলাম আমি। সেই মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় আমার প্রথম অ্যালবামের আর একটি গানের মিউজিক ভিডিও নতুন করে আবার নির্মাণ করা হয়েছে। সব ঠিক থাকলে নতুন বছরের আগের দিন অর্থাৎ থার্টি ফাস্ট নাইটে মিউজিক ভিডিওটি মুক্ত করা হবে আমার ইউটিউবে চ্যানেলে। আর সেই লক্ষ্য থেকেই গানটির টিজার মুক্তি দেওয়া হলো। আশা করছি আগের মিউজিক ভিডিওটির মতো এই ভিডিওটিও দর্শকদের মাঝে সাড়া জাগাতে পারবে।” আর্শিনা প্রিয়ার ”নাচো সব ভুলে” শিরোনামের এই গানটি লিখেছেন মেহেদি হাসান লিমন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতীক হাসান। উল্লেখ্য,আর্শিনা প্রিয়া চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত ”কার্তুজ” সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন। আইটেম গানের পাশাপাশি ওই ছবিটিতে একটি প্লেব্যাকও করেছিলেন তিনি। এছাড়া ”বনফুল মিষ্টি”,”মেডিনোভা” সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। আর্শিনা প্রিয়ার গানটির এই টিজার দেখতে ক্লিক করুন নিচের লিংকে :
https://www.youtube.com/watch?v=ZgwZlTAs3mA
আজকের বাজার: সালি / ২১ নভেম্বর ২০১৭