আসছে ‘দাবাং থ্রি’

আবারও নির্মিত হতে যাচ্ছে ‘দাবাং’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল। প্রস্তুতি চলছে সালমান খানের পুলিশ অ্যাকশন মুভি ‘দাবাং’-এর নতুন সিক্যুয়েলের কাজ।

নতুন ছবির প্রচারণায় আমেরিকার ডালাসে একটি শো’তে পারফর্ম করছেন সালমান খান ও সোনাক্ষী।

‘দাবাং’ ফ্র্যাঞ্চাউজির তৃতীয় ছবিতেও সালমানের সাথে থাকবেন যথারীতি সোনাক্ষী সিনহা।

‘দাবাং’ ছবিতে জুটি বেঁধে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান ও সোনাক্ষী সিনহা। ছবিটি বলিউডে মুক্তির প্রথম দিনের সর্বাধিক ব্যবসাসফল ১০টি ছবির তালিকায় ঠাঁই নিয়েছিল।

সাফল্যের এ ধারাবাহিকতায় সালমানের ভাই আরবাজ খান নির্মাণ করেছিলেন ছবিটির দ্বিতীয় পর্ব ‘দাবাং-টু’। এ ছবিটিও সাফল্য নিয়ে আসে। তার ধারাবাহিকতায় এবার আসছে ‘দাবাং-থ্রি’।

ছবিটির প্রযোজক আরবাজ খান বার্তা আইএএনএসকে বলেছিলেন, আমার মনোযোগ এখন এই ছবিটার প্রতি। এ বছরের মাঝামাঝি ছবির কাজ শুরু করার ইচ্ছে আছে। দাবাং-থ্রি নিয়ে এর মধ্যে ‘দাবাং রিলোডেড’ শিরোনামে বিশ্বভ্রমণ করছে দাবাং টিম। এখন আছেন আমেরিকায়।

এ ট্যুরে তার সঙ্গী হিসেবে সোনাক্ষীসহ আরও রয়েছেন ক্যাটরিনা কাইফ ও জ্যাকলিন ফার্নান্দেজ।

ছবিটির একটি ফ্যান মেড ট্রেলার ইউটিউবে প্রকাশ হয়েছে। ইতিমধ্যে ট্রেলারটির ভিউয়ার ২৫ লক্ষ ছাড়িয়ে গেছে।

সালমানভক্তরা রেস-৩ এর রেশ কাটতে না কাটতেই রূপালি পর্দায় দেখতে পাবেন চুলবুল পাণ্ডেকে।

 

আজকের বাজার/আরআইএস