অ্যাপল ভাঁজযোগ্য ফোন তৈরির পেটেন্ট দাখিল করেছে সেটাই ছিল সাম্প্রতিক খবর। তবে, এখন জানা গেছে, অ্যাপল নয়। বিশ্বের প্রথম ভাঁজযোগ্য ফোন আনতে যাচ্ছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং। ২০১৮ সালেই বাজারে আসতে পারে স্যামসাংয়ের ভাঁজযোগ্য ফোন গ্যালাক্সি এক্স।
জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এক্স বাজারে আসবে এ খবর মিথ্যা নয়। তবে কখন আসবে তা নিয়ে রয়েছে সংশয়।
বাঁকানো, ভাঁজযোগ্য ডিসপ্লে ফোন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্যামসাং প্রথম সারিতে।এধরণের ফোন তৈরির দৌড়ে আরো রয়েছে এলজি ও টেক জায়ান্ট অ্যাপল। প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য স্যামসাং আগামী বছরই তাদের ভাঁজযোগ্য ফোন বাজারে আনতে চায়।
এর ইঙ্গিত দিয়ে স্যামসাংয়ের প্রেসিডেন্ট কো ডোং জিন গত সেপ্টেম্বরে বলেছিলেন, ২০১৮ সালে তার কোম্পানি ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারে ছাড়বে। ডিসপ্লে শিল্পের সূত্রমতে, স্যামসাংয়ের ডিসপ্লে ইতোমধ্যে ভাঁজযোগ্য প্যানেল গড়ে তুলেছে। যার বাঁকানোর ক্ষমতা ১ দশমিক ০ আর। অর্থাৎ এর ডিসপ্লে একটি কাগজের মতো ভাঁজ করা যাবে।
জানা গেছে, আগামী বছর স্যামসাং গ্যালাক্সি এক্স বাজারে চালুর আরেকটি কারণ রয়েছে। ফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি যাতে টেক জায়ান্ট অ্যাপলকে বিশ্বের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন আনতে সাহায্য করতে না পারে।
অ্যাপল ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভাঁজযোগ্য আইফোন তৈরির একটি পেটেন্ট দাখিল করেছে। আর তাদের ভাঁজযোগ্য প্যানেল সরবরাহ করছে এলজি ডিসপ্লে। বর্তমানে এলজি ডিসপ্লে তাদের ২দশমিক ৫ বক্রতার প্রথম ভাঁজযোগ্য প্যানেল তৈরি করার পরিকল্পনা রয়েছে। যা ২০১৮ সালে চালু হবে। অপরদিকে ২০১৯ সালে তাদের ১দশমিক ০ আর বক্রতার ভাঁজযোগ্য প্যানেল তৈরি হবে।
আগামী কয়েক বছরে ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারে ছাড়ার আশা করছে ডিসপ্লে শিল্প, এমনটাই জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো। সূত্র গিজচায়না, ফোনএরেনা।
আজকের বাজার: আরআর/ ০৬ ডিসেম্বর ২০১৭