আসছে মুরাকামির নতুন উপন্যাস

বিখ্যাত জাপানী লেখক হারুকি মুরাকামির নতুন উপন্যাস বাজারে আসছে।
মুরাকামির ‘কিলিং কমেন্ডেটোর’ ২০১৭ সালে প্রকাশিত হয়। এরপর তার আর কোন উপন্যাস প্রকাশিত হয়নি। প্রায় ৬ বছরের মধ্যে এবারে নতুন উপসন্যাসটি চলতি বছর এপ্রিলে প্রকাশ পেতে যাচ্ছে।
শিনচোশা পাবলিশিং কোম্পানি বুধবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জাপানী প্রকাশনা সংস্থা শিনচোশা এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, উপন্যাসটি আগামী ১৩ এপ্রিল প্রকাশিত হবে।
তবে এর নাম কিংবা বিস্তারিত আর কিছু জানানো হয়নি। কারণ, মুরাকামি চাচ্ছেন পাঠক আগে থেকে কিছুই না জেনে একে আবিষ্কার করে নেবেন। তার এ আকাক্সক্ষার প্রতি শ্রদ্ধা রেখেই শিনচোসা বিস্তারিত কিছু জানাচ্ছে না বলে বিবৃতিতে বলা হয়েছে।
উপন্যাসটি প্রথমে জাপানেই প্রকাশ পাবে বলে ধারনা করা হচ্ছে। পরে বিভিন্ন ভাষায় অনূদিত হবে।
তবে এটি কবে অনূদিত হবে কিংবা এর নাম কবে ঘোষণা করা হবে সে সম্পর্কে শিনচোশা কিছু বলতে পারে নি।
তরুণ মুরাকামি ১৯৮৭ সালে তার রোমান্টিক উপন্যাস ‘নরওয়েজিয়ান উড’ দিয়ে লাইম লাইটে আসেন। উপন্যাসটি বেস্ট সেলার হয়।
তার উপন্যাসে সাধারণত বাস্তব, অতিবাস্তব, স্বাভাবিক জীবন ও কল্পরাজ্য এবং অস্বাভাবিক ঘটনার মিশেল থাকে। আন্তর্জাতিকভাবে খ্যাত মুরাকামির লেখা এ পর্যন্ত বিশে^র ৫০টি ভাষায় অনূদিত হয়েছে। উপন্যাস ছাড়াও তিনি ছোটগল্প ও ননফিকশন লেখেন। তার বই বিশ^জুড়ে লাখ লাখ কপি বিক্রি হয়। আন্তর্জাতিকভাবে সবচেয়ে বিখ্যাত লেখকদের মধ্যে তিনি একজন।
হারুকি মুরাকামি ১৯৪৯ সালে জাপানে জন্মগ্রহণ করেন। জীবন্ত কিংবদন্তী মুরাকামির উল্লেখযোগ্য কাজ হলো ‘আ ওয়াইল্ড শিপ চেজ’, ‘নরওয়েজিয়ান ওড’, ‘দি ওয়াইল্ড আপ বার্ড ক্রোনিকেল’, ‘কাফকা অন দি শোর’।