কথাসাহিত্যে সিরিয়াস ধারার প্রতিশ্রুতিশীল গল্পকার রিপনচন্দ্র মল্লিক। ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৪’ প্রাপ্ত তার প্রথম গল্পগ্রন্থ ‘কাঠপরানের দ্রোহ’র ব্যাপক সাফল্যের পর টানা তিন বছর বিরতির পর আসছে আগামী একুশে বই মেলায় তার নতুন গল্পগ্রন্থ ‘অন্ধপাখির চোখে’। বইটি প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স।
বইটিতে স্থান পেয়েছে- কালোদাগ, রঙিলা পুতুলের গন্ধ, মাটির হৃৎপিণ্ড, চাঁদের আলোয় কচুরি ফুলের ভেসে যাওয়া, অন্ধপাখির চোখে, আগুনের ক্রোধ ও গুজবের দিনে গল্পগুলো।
গল্পকার রিপনচন্দ্র মল্লিক বলেন, তিন বছর বিরতি দিয়ে বই করলেও পাঠকরা কিন্তু আমার গল্প দৈনিক পত্রিকার সাহিত্য পাতা এবং অনলাইন সংবাদপত্রগুলোতে নিয়মিতই পড়েছেন। আমার ‘অন্ধপাখির চোখে’বইটিতে মোট সাতটি গল্প রেখেছি।
আজকের বাজার: আরআর/ ২৮ ডিসেম্বর ২০১৭