বাজারে আসছে ১০০ শতাংশ কটন কাগজে নতুন নিরাপত্তা সুতা সম্বলিত ১০০ ও ৫০০ টাকার ব্যাংক নোট। আগামী ১১ জুন রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আরও সুদৃঢ় করতে বিদ্যমান কাগজের পরিবর্তে উন্নতমানের কোটিং করা দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত হবে এই নোট। এই নোটে গভর্নর ফজলে কবিরের সই থাকবে।
১০০ টাকার নোট হবে ১৪০ মি.মি. দৈর্ঘ্য এবং ৬২ মি.মি. প্রস্থের। আর ৫০০ টাকার নোট হবে ১৫২ মি.মি. দৈর্ঘ্য এবং ৬৫ মি.মি. প্রস্থের।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ১০০ টাকার নতুন নোটের সুতার দিকে সরাসরি তাকালে লাল ও উজ্জল রূপালী বার এর সমন্বয় দেখা যাবে। আর ৫০০ টাকার সুতার দিকে তাকালে লাল ও উজ্জল স্বর্ণালী বারের সমন্বয় মিলবে।
নিরাপত্তা সুতায় আলোর বিপরীতে ১০০ টাকার নোটে ‘১০০ টাকা’ এবং ৫০০ টাকার নোটে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।
আজকের বাজার:এসএ/এলকে/ ৬ জুন ২০১৭