আসলেই কি ঢাকার অধিনায়ক মাশরাফি?

গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলের ৬ আসরের মধ্যে চারবারই শিরোপাজয়ী দলের অধিনায়ক মাশরাফী। বাকি দুইবারও অধিনায়কত্ব করেছেন দেশসেরা এ অধিনায়ক।

এসব কারণে গুঞ্জন ওঠে, আবারো ঢাকার নেতৃত্বে থাকছেন মাশরাফী। যদিও ঢাকা প্লাটুনে আছে এ প্লাস ক্যাটাগরির আরেক ক্রিকেটার তামিম ইকবাল। এ দু’জনের মধ্যে কে হবেন অধিনায়ক—সেটা নিয়ে দ্বিমত থেকেই যায়।

তবে মাশরাফির অধিনায়কত্বের গুঞ্জনে পানি ঢাললেন ঢাকা প্লাটুনের প্রধান কোচ সালাউদ্দিন। বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের জানান, দলের অধিনায়ক নির্বাচনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তই নেয়া হয়নি।

সালাউদ্দিন বলেন, এটা (অধিনায়ক নির্বাচন) আসলে আমরা সিদ্ধান্ত নিইনি, অফিসিয়ালি বসে বসে আনুষ্ঠানিক একটা ঘোষণা আসবে। এটা নিয়ে এখনো আমরা বসিনি কারণ ফ্র্যাঞ্চাইজি এখন যেভাবে শুরু হয়েছে আমরা তো খুব কম সময় পেয়েছি। উনারাও অনভিজ্ঞ আসলে এ জায়গাটায় আসলে কীভাবে কাজ করতে হবে। ওদের একটু সময় দিতে হবে, অনেক জনবল দরকার, অনেক জিনিসপত্র সেটআপ করতে হবে।

তিনি বলেন, আমরা বসার সময় পাচ্ছি না, অফিসিয়াল অন্য কাজগুলো গুছিয়ে আনতে অনেক কষ্ট হচ্ছে। আমার মনে হয় এগুলো একটা অবস্থায় চলে আসলে আমরা এরপর দল নিয়ে চিন্তা ভাবনা করবো।

ইংল্যান্ড বিশ্বকাপে জাতীয় দলের বাজে পারফরম্যান্সের পর থেকে আর মাঠে দেখা যায়নি মাশরাফিকে। তবে বিপিএলকে সামনে রেখে মিরপুরে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন নড়াইল এক্সপ্রেস। বোলিং মেশিনের সাহায্যে ব্যাটিং করার সময় চোট পান মাশারফি।

বৃহস্পতিবার সালাউদ্দিনের সঙ্গে মাঠে ছিলেন মাশরাফিও। যদিও তিনি অনুশীলন করেননি। তার চোটের ব্যাপারে কোচ বলেন, অবশ্যই যেকোনো প্লেয়ারকেই আশা করি প্রথম থেকে পাব এবং সে পুরোটা দিবে। আমার কাছে মনে হয় সে (মাশরাফি) পারবে, তার ইনজুরিটা খুব বেশি সিরিয়াস কিছু না।

আজকের বাজার/আরিফ