আসাদকে শেষ করে দেয়া হবে: ইয়োভাল স্টাইনিটয

ইরান সিরিয়া হয়ে ইসরাইল আক্রমণ করলে সিরিয়ার ্প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শেষ করে দেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন ইসরাইলি জ্বালানি মন্ত্রী ইয়োভাল স্টাইনিটয।খবর:বিবিসি।

সিরিয়ার গৃহযুদ্ধে ইরান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়েছে। সিরিয়ার ভেতরে ইরানি বাহিনী এবং মিলিশিয়া মোতায়েন করা হয়েছে প্রেসিডেন্ট আসাদকে রক্ষায়। ইসরাইল মনে করছে, ইরানি বাহিনী তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। ইসরাইল সাম্প্রতিক সময়ে সিরিয়ার ভেতরে বেশ কিছু বিমান হামলা চালিয়েছে। ইসরাইলের দাবি অনুযায়ী এসব হামলায় তারা ইরানি সামরিক তৎপরতাকেই টার্গেট করেছিল।

সিরিয়া নিয়ে ইরান এবং ইসরাইলের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে গত ফেব্রুয়ারি থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন সামনের সপ্তাহে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি আর নবায়ন করবেন কিনা সে সিদ্ধান্ত নিতে চলেছেন, তখন ইরান-ইসরাইল দ্বন্দ্ব আরো তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

গত ৯ই এপ্রিল এক ইসরাইলি বিমান হামলায় সিরিয়ায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের নয় জন সদস্য। তেহরান তখন হুঁশিয়ারি দিয়েছিল যে তারা এর প্রতিশোধ নেবে। এই পটভূমিতেই ইসরাইলি মন্ত্রী ইয়োভাল স্টাইনিটয প্রেসিডেন্ট আসাদকে হত্যার হুমকি দিয়ে বলেন, ‘আমরা তার রক্ত নেব’।

আরজেড/