কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে করা মামলায় ১ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
বুধবার (৮ আগস্ট) সকালে ঢাকা মহানগর হাকিম এইচএম তোয়াহা এ নতুন দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, অনুমতি ছাড়াই আসিফ আকবর তার সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রি করেছেন এমন অভিযোগে তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন মামলা করেন। ওই মামলায় গত ৫ জুন রাত দেড়টায় গ্রেফতার হন আসিফ আকবর। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাত আসামি রয়েছেন।
পর দিন ৬ জুন তার ৫ দিনের রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। পাঁচ দিন কারাভোগের পর গত ১১ জুন আদালত আসিফের জামিন মঞ্জুর করলে ওই দিনই তিনি মুক্তি পান।
আজকের বাজা্র/একেএ