‘খোদার কসম আজ থেকে ভুলে যাবো আমি তোর নাম’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে আসিফকে। তার বিপরীতে মডেল হিসেবে রয়েছেন এভ্রিল। ভিডিওতে একজন রকস্টার’র ভূমিকায় দেখা গেছে আসিফকে।
ওমর ফারুকের লেখা গানটিতে সুর ও সঙ্গীত করেছেন প্লাবন কোরেশী। আর গানটির মিউজিক প্রোডিউসার ছিলেন পঙ্কজ। গানটি প্রকাশ হয়েছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে।
আসিফ আকবর বলেন, ‘কাজের প্রতি অনেক ডেডিকেশন এভ্রিলের। আমার বিশ্বাস সে কাজ দিয়ে অনেক দূর যাবে। এই গানের মাধ্যমে প্রথমবার একসঙ্গে আমরা কাজ করেছি। দর্শক-শ্রোতারা গান ও ভিডিওটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’
রাসেল/