বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। সম্প্রতি ‘শ্মশান’ নামক একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আর তাতে মডেল হয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ও মডেল নাদিয়া খানম নদী।
‘শ্মশান’ গানটি লিখেছেন তরুণ মুন্সি। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাকির রানা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
জানা গেছে, গত সোমবার রাজধানীর পুরানো ঢাকায় মিউজিক ভিডিওটির শুটিং করা হয়। এটি একটি গল্পনির্ভর মিউজিক ভিডিও। গল্পে দেখা যাবে, আসিফ একজন লজিং মাস্টার। নাদিয়ার ছোট ভাইয়ের শিক্ষক তিনি। সেখান থেকে তাদের দুজনের সম্পর্ক শুরু হয়।
এ প্রসঙ্গে নাদিয়া বলেন, আসিফ ভাইয়ের গান সেই ছোট সময় থেকে আমি প্রছন্দ করি। তার অনেক গানের কথা আমি লিখে রাখতাম। আসিফ ভাইয়ের গান শুনে মনে হতো তার এত কষ্ট কেন? কিন্তু এই কাজটির সময় সম্পূর্ণ বিপরীত একজন মানুষকে দেখেছি। অনেক বন্ধুসুলভ একজন মানুষ আসিফ ভাই।
তিনি বলেন, আসিফ ভাই কাজের সময় অনেক সহায়তা করেছেন। তাই ভালো ভাবে কাজটি সম্পন্ন হয়েছে। আশা করছি দর্শকরা নতুন কিছু দেখতে পারবে এই মিউজিক ভিডিওতে।
আজকের বাজার: আরআর/ ২০ ডিসেম্বর ২০১৭