প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন হালের তিন ক্রেজ আসিফ আকবর, বালাম এবং ইমরান। তবে কোন রোমান্টিক গান নয়। ইসলামিক গান। শিরোনাম ‘মুমিন হতে চাই’। পবিত্র মাহে রমজান উপলক্ষে গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’।
‘আল্লাহ্ তোমার নূরের দেখা আমি পেতে চাই / দ্বীনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই- এমন কথার গানটি লিখেছেন- গোলাম কবীর রনী আর গানটিতে সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন- মীর মাসুম। গানটির ভিডিও নির্মান করেছেন- শাহরিয়ার পলক।
ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল এবং প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে গত ১১ জুন অবমুক্ত করা হয় ‘মুমিন হতে চাই’।
আজকের বাজার: আরআর/ ১৩ জুন ২০১৭