পাশবিক অত্যাচারে ফুলে ওঠা চোখে ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল চুনু, পশুটি পাশে এসে দাঁড়িয়েছে। আতংকে চোখ বন্ধ করে ফেলল সে। কল্পনাতীত যন্ত্রণাময় পরিণতির অপেক্ষায় চুনু চোখ-মুখ-দম বন্ধ করে নিস্তেজ হয়ে পড়ে রইল। কী ঘটতে যাচ্ছে চুনুর ভাগ্যে? কেনই বা এই পরিণতি? চুনু কি পারবে বেঁচে ফিরতে? তারপর?
গুম হয়ে যাওয়া এক সিরিয়াল কিলারের কাহিনি ‘নিলীন’। ক্রমিক খুনী রসু খাঁর ভাবশিষ্য চুনু খাঁ এক-একটি অপরাধ করে; তারপর গুম হয়ে যায়। এই গুম ‘স্বেচ্ছাগুম’। সমাজ ও আইনের হাত থেকে পালাতে এ ব্যবস্থা। কিন্তু এবারের স্বেচ্ছাগুমপর্ব একদমই আলাদা। ঘটতে যাচ্ছে অভাবনীয় ও অদ্ভুতুড়ে নানা ঘটনা। সেসব ঘটনা পারবে কি কুখ্যাত এক খুনী ও ধর্ষকের মনোজগত পরিবর্তন করতে?
আসিফ মেহ্দীর বইগুলো একটু আলাদা। অন্যান্য বইয়ের মতো এই বইতেও পাবেন সেই ভিন্নতা। ভ্রমণপিপাসুরা ‘নিলীন’-এ ভিন্ন আঙ্গিকে খুঁজে পাবেন সেন্টমার্টিন দ্বীপের আবহ। থ্রিলারপ্রেমীদের জন্য লেখা আসিফ মেহ্দীর সাইকো থ্রিলার ‘নিলীন’ বইমেলাতে পাবেন অনন্যা-র প্যাভিলিয়নে (নং-১)।
বইয়ের নাম: নিলীন
লেখক: আসিফ মেহ্দী
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশনী: অনন্যা
মলাট মূল্য: ১৩০ টাকা
ক্যাটাগরি: সাইকো থ্রিলার