‘দয়া করুন, ম্যাডাম। কষ্ট হচ্ছে খুব।’ আতংকিত রুবিরু এভাবেই প্রাণভিক্ষা চাইল। তার জীবন নির্ভর করছে শুধু একজন মানুষের করুণার ওপর। মানুষটির একটি সিদ্ধান্ত জীবন্ত রাখতে পারে রুবিরুকে। হাতে সময় খুব কম। সাড়ে পাঁচ মিনিটের মধ্যে নিতে হবে সেই সিদ্ধান্ত। কেন রুবিরুর কষ্টের শুরু? বেঁচে ফিরতে পারবে তো রুবিরু? কী ঘটতে যাচ্ছে তারপর? পৃথিবী কি পারবে সেই মহাবিপদ মোকাবিলা করতে?
মাত্র এক শতক পরের ঘটনা ‘ট্রুপিটু’। হঠাৎ-ই মানুষ অজানা এক রোগে আক্রান্ত হলো। ঝরে পড়তে থাকল অজস্র তাজা প্রাণ। থেমে গেল পৃথিবীর কর্মচাঞ্চল্য। দুনিয়াজুড়ে নেমে এল নীরবতা। সবাই যখন আতংকিত হয়ে ঘরের ভেতর, ঠিক তখনই পৃথিবীতে হাজির হলো তারা! অন্যদিকে, আরেকপাশে জেগে উঠছে আরও দুই শক্তি- অনুভূতিসম্পন্ন রোবট এবং…আরেকদলের কথা এখনই নয়। মানুষ, এলিয়েন আর রোবটের ত্রিমুখী অবস্থানে টিকে থাকবে কি এই সবুজ পৃথিবী?
আসিফ মেহ্দীর বই মানে প্রতি অনুচ্ছেদে পড়ার আনন্দ। সায়েন্স ফিকশনগুলোতে বাড়তি পাওয়া যায় বিজ্ঞানের নানা মজার তথ্য। ‘ট্রুপিটু’তে ফুটে উঠেছে মস্তিষ্কের অজানা সব দিক, কৃত্রিম অনুভূতি তৈরির প্রক্রিয়া, জিরো স্পেস গেট-এর বর্ণনা, রোবটের উপকরণসমূহ ছাড়াও চমকপ্রদ অনেক বিষয়। আসিফ মেহ্দীর নতুন সায়েন্স ফিকশন ‘ট্রুপিটু:পৃথিবীর মহাবিপদ’ বইমেলাতে পাবেন অনিন্দ্য প্রকাশ-এর প্যাভিলিয়নে (নং-৩)।
বইয়ের নাম: ট্রুপিটু:পৃথিবীর মহাবিপদ!
লেখক: আসিফ মেহ্দী
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশনী: অনিন্দ্য প্রকাশ
মলাট মূল্য: ১৫০ টাকা
ক্যাটাগরি: সায়েন্স ফিকশন