অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে বর্তমানে বুলগেরিয়া ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গত সপ্তাহে শুটিং সেটেই তার ২৫তম জন্মদিন উদযাপন করেন সহ-শিল্পীরা।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, এর ঠিক ২ দিনের মাথায় ছবিটির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কাঁধে আঘাত পান আলিয়া। অ্যাকশন দৃশ্যটি অনেক চ্যালেঞ্জিং এবং কঠিন ছিল।
জানা গেছে, ওই দৃশ্যে অভিনয় করতে গিয়ে আলিয়া কাঁধে আঘাত পান। এ কারণে ছবিটির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। আলিয়ার সুস্থতাই এখন শুটিং ইউনিটের কাছে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আলিয়া কাঁধে ও ডান হাতে বেশ ভালোই আঘাত পেয়েছেন। চিকিৎসকরা তাকে অন্তত ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকেই ভাবছিলেন, এতদিন বসে থাকতে হবে জেনে আলিয়া হয়তো দেশে ফেরার পরিকল্পনা করছেন।
কিন্তু আলিয়ার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আপাতত দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই তার। ছবিটির শুটিং শেষ করেই দেশে ফিরবেন আলিয়া। আলিয়া ছাড়া ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করছেন রনবীর কাপুর, অমিতাভ বচ্চন ও মৌনি রায়। ছবিটি ২০১৯ সালের ১৫ আগষ্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এস/