নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন আওয়ামী লীগ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহতদের দেখতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর শের-ই বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহতদের দেখতে যান তিনি।
জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ দুর্বৃত্তদের হামলায় আহত চারজন চিকিৎসা নিচ্ছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানোর নির্দেশ দেন তিনি।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সংসদ সদস্য রুহুল হক, হাবিবে মিল্লাত প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ