আহত ফায়ারফাইটার সোহেল সিঙ্গাপুরে মারা গেছেন

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিনির্বাপণের সময় উদ্ধার কাজ করতে গিয়ে আহত ফায়ারকর্মী সোহেল রানা সোমবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার মাহফুজ রিভেন জানান, আজ ভোর সিঙ্গাপুর স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা মারা যান।

গত শুক্রবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে অধিকতর চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল।

সোহেল রানা কুর্মিটোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন। ২৮ মার্চ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ভবনটিতে আটকেপড়া লোকজনদের উদ্ধার করতে গিয়ে তিনি গুরুতর আহত হন।

বনানীর আগুনে ২৬ জন নিহত ও অনেক লোক আহত হয়েছিল।