বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হয়েছেন একই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আহমেদ জামাল। সরকারের এক আদেশে তাকে চলতি বছরের ১ মার্চ থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আহমেদ জামাল রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিংয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। সুদীর্ঘ ৩৩ বছরের অধিক সময়ের পেশাগত জীবনে জামাল কেন্দ্রিয় ব্যাংকের শাখা অফিসসহ প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন এন্ড ভিজিল্যান্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, সচিব বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।
তিনি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন। আহমেদ জামাল ১৯৬১ সালে কুষ্টিয়া জেলায় জন্ম গ্রহণ করেন।