রাজধানীর বনানী এলাকার আহমেদ টাওয়ারে লাগা আগুন রবিবার দুপুরে নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসকর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, দুপুর ১২টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বেলা ১১টা ৩৪ মিনিটে এফআর টাওয়ারের পাশে অবস্থিত ২২ তলা ভবনের ১৫ তলায় আগুন লাগে।
দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
গত বছরের ২৭ মার্চ এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন মারা যায় এবং ৭০ জন আহত হয়েছিল।