‘আহারে’ কণ্ঠ দিয়েছেন শাওন

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। সম্প্রতি নতুন একটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন শাওন। উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘পাপ কাহিনী’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

শাওন নিজের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। স্বামী হুমায়ূন আহমেদ ছিলেন শাওনের গানের গুণমুগ্ধ শ্রোতা।

গানের শিরোনাম ‘আহারে’। শাহরিয়ার নাজিম জয়ের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শান। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানের রেকর্ডিং সম্প্ন্ন হয়েছে।

শাহরিয়ার নাজিম জয় গানটি প্রসঙ্গে বলেন, ‘একটি শ্রুতিমধুর গান করার চেষ্টা করেছি আমরা। মেহের আফরোজ শাওন খুব ভালো গান করেন। এই গানের তার প্রমাণ আবারও পাবেন শ্রোতারা।’

চলচ্চিত্র জগতের কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমাটির গল্প লিখেছেন জয় নিজেই। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন সোহানা সাবা, তমা মির্জা, ইমন, আনিসুর রহমান মিলন, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

প্রসঙ্গত, এর আগে শ্রাবণ মেঘের দিন, স্বপ্নপোকাসহ বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দেন শাওন।