আড়াইহাজারে পানিতে পড়ে তুহিন (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি বেপারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তুহিন ওই গ্রামের আলী আজগরের ছেলে এবং গোপালদী আদর্শ বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহতের নানা নাজিম উদ্দিন জানান, মঙ্গলবার বিকালে তুহিন বাড়ির পাশের খালে গোসল করতে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে বাড়ির লোকজনের সন্দেহ হলে খালের দিকে গিয়ে তুহিনকে খুঁজতে যায়। সেখানে গিয়ে তারা পানিতে ভাসমান অবস্থায় তুহিনকে পায়।
স্বজনরা তুহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ,চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
আজকের বাজার/এসএম