যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অধুনালুপ্ত ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করা তিনটি প্রতারণা মামলা আড়াই কোটি ডলার দিয়ে নিষ্পত্তি করতে রাজি হয়েছেন। পরবর্তী আইনি জটিলতা এড়াতে তিনি এই পদক্ষেপ নেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এ প্রতারণা মামলাগুলো করেছিলেন। নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় করা ওই মামলার অভিযোগে বলা হয়, প্রশিক্ষণের নামে জোচ্চুরি করে তাদের কাছ থেকে ৩৫ হাজার ডলার নেয়া হয়েছিল।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান বলেন, আজকের আড়াই কোটি ডলারের মীমাংসা চুক্তিটি প্রতারণার শিকার ছয় হাজার শিক্ষার্থীর বড় বিজয়। এই চুক্তি অনুসারে প্রত্যেকে ক্ষতিপূরণ পাবেন। শিক্ষা আইন ভঙ্গ করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই ক্ষতিপূরণ দেয়া হবে।
ক্ষতিপূরণের মাধ্যমে আদালতের বাইরে অভিযোগটি নিষ্পত্তি করবার সুযোগ থাকলেও ট্রাম্প বরাবরই বলে আসছিলেন, তিনি এই অভিযোগ নিষ্পত্তি করতে চান না, কারণ তিনি মনে করেন মামলায় তিনি জিতবেন।
কিন্তু এখন ট্রাম্পের অর্থদন্ড দিয়ে অভিযোগ নিষ্পত্তি করতে রাজী হওয়াটা নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক ¯œাইডারম্যানের চোখে অভিযুক্তের 'চমকপ্রদ পিছু হটা' এবং ক্ষতিগ্রস্তদের জন্য 'বিরাট জয়'।
তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা আজকের ফলাফলের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে।
ট্রাম্পের আইনজীবীরা বিচার বিলম্বিত করবার চেষ্টা চালালেও তিনটি অভিযোগের মধ্যে একটির বিচার কার্যক্রম চলতি মাসের শেষভাগেই শুরু হবার কথা ছিল।
এর আগে ক্যালিফোর্নিয়ার আদালতে করা অভিযোগ দুটিকে উভয় পক্ষকে আদালতের বাইরে নিষ্পত্তি করতে বলেছিলেন ডিস্ট্রিক্ট জজ গনজালো কুরিয়েল।
জবাবে গত জুন মাসে ট্রাম্প বলেছিলেন, ‘আমি ট্রাম্প ইউনিভার্সিটি মামলায় জিতবো।’ তিনি বলেন, ‘আমি মামলাটি নিষ্পত্তি করতে পারতাম। কিন্তু আমি করবোনা বলেই ঠিক করেছি।’
মামলা নিষ্পত্তির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ট্রাম্প অর্থ দিয়ে মামলা নিষ্পত্তি করলেও কোনরকম অপরাধের স্বীকারোক্তি দেবেন না।
সুত্র: বাসস