ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা আয়কর পরিচয়পত্র ইতোমধ্যে জননন্দিত হয়েছে। এ পরিচয়পত্রকে করদাতারা সম্মানের প্রতীক বলে বিবেচনা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
আজ রোববার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অ্যাটর্নি জেনারেল-অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল-ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড হস্তান্তর’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মো. মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু, খোন্দকার দিলীরুজ্জামান, এসএম মনিরুজ্জামান, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, মো. একরামুল হক, আমাতুল করিম, মোখলেসুর রহমান ও ইশরাত জাহানকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় রাজস্ব সুরক্ষার জন্য কাজ করছে। সুপ্রিম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাজস্ব নিয়ে যত মামলা হয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এনবিআরের পক্ষে অবস্থান গ্রহণ করেন এবং রাজস্ব সুরক্ষার জন্য যা যা করণীয় তা করেন।
তিনি বলেন, রাজস্ব আইন প্রণয়নসহ কোথায় কোথায় উন্নয়ন সাধন করা যাবে ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সে সব বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আমরা মূল্যবান পরামর্শ পেয়ে থাকি। বিভিন্ন প্রশিক্ষণে অ্যাটর্নি জেনারেল ও তার সহকর্মীরা গিয়ে আমাদের সহকর্মীদের প্রশিক্ষিত করেন।
চেয়ারম্যান বলেন, আয়কর পরিচয়পত্র এবার করদাতাদের কাছে খুবই জননন্দিত হয়েছে। করদাতারা এ পরিচয়পত্রকে সম্মানের প্রতীক বলে বিবেচনা করছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রি পরিষদ সচিব, মন্ত্রী, সংসদ সদস্যসহ সম্মানিত ব্যক্তি ও সাধারণ করদাতাদের এ কার্ড প্রদান করা হয়েছে। সবাই এর খুবই প্রশংসা করছেন।
অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের এ কার্ড হস্তান্তর করতে পেরে খুবই ভালো লাগছে জানিয়ে তিনি বলেন, আমরা খুবই আগ্রহ আর ভাবাবেগ নিয়ে এ কার্ড হস্তান্তর করতে এসেছি। এনবিআরকে অব্যাহত সহযোগিতা ও এ কার্ড গ্রহণের জন্য তাদের ধন্যবাদ জানান চেয়ারম্যান।
আয়কর পরিচয়পত্র গ্রহণ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এনবিআরকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ পরিচয়পত্রের মাধ্যমে কর প্রদানে করদাতারা অনুপ্রেরণা ও উৎসাহ পাবেন। পরিচয় দিতে পারবেন আমি একজন গর্বিত করদাতারা।
অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. আব্দুর রাজ্জাক, এএফএম শাহরিয়ার মোল্লা, সিআইসি’র মহাপরিচালক বেলাল উদ্দিন, সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেনসহ এনবিআরের উধ্বর্তন কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আয়কর মেলা-২০১৭ এনবিআরের নতুন উদ্ভাবন করদাতাদের জন্য ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রথমবার আয়কর মেলায় ৯১ হাজার ২৫০ জন করদাতাকে এ পরিচয়পত্র প্রদান করা হয়। প্রথমবার শুধু ঢাকায় এ কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া বিকেন্দ্রীকরণ আয়কর মেলা, আয়কর সপ্তাহে কর অঞ্চল থেকে এ কার্ড প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে সারাদেশে এ কার্ড প্রদান করা হবে।
আজকের বাজার:এলকে/এলকে ২৬ নভেম্বর ২০১৭