আয়কর মেলায় ৩ হাজার কোটি টাকা আদায় হবে

এবারের আয়কর মেলা থেকে ৩ হাজার কোটি টাকার বেশী আয়কর আদায় হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

১ নভেম্বর বুধবার রাজধানীর আগারগাঁও নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০১০ সালে প্রথম আয়কর মেলা শুরু হবার পর প্রথম বছরে আয়কর আহরণ হয়েছিল ১১৩ কোটি টাকা। আর গতবছর আয়কর মেলায় আদায় হয়েছে ২ হাজার ১৩০ কোটি টাকা। গত আট বছরের মেলায় প্রায় ৮ গুণ আয়কর আহরণ বৃদ্ধি পেয়েছে। প্রথম বছর ৬০ হাজার ৫০০ করসেবা নিয়েছেন। আর গতবছর করসেবা নিয়েছেন ৯ লাখ ২৮ হাজার। এবারের মেলায় সেবাগ্রহীতার সংখ্যা ১২ থেকে ১৩ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছি। এ সংখ্যা প্রমাণ করে আমাদের জনগণ আয়কর মেলাকে গ্রহণ করেছেন। আয়করের এ সাফল্য শুধু সরকার নয় জনগণের। আয়কর মেলার এ অর্জনের জন্য আমি এনবিআরকে ধন্যবাদ জানাই।

প্রতিমন্ত্রী বলেন, গতবছর আয়কর মেলায় জায়গা না পেয়ে অনেক করদাতারা ফ্লোরে বসে রিটার্ন পূরণ করেছেন। এটা এনবিআর বা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এবার মেলায় করদাতাদের জন্য পর্যাপ্ত পরিমাণ চেয়ার টেবিল দেওয়া হয়েছে। একজন দেশের সম্মানিত নাগরিক বা করদাতা কেন মেঝেতে বসে রিটার্ন পূরণ করবেন- এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দাতা সংস্থার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা আমাদের ঋণ দেয় তাদের দাতা সংস্থা কেন বলবো। তারা তো ঋণ দিয়ে সুদ নেয়। তাদের দাতা নয়, মহাজন বলবো। এ ঋণ আমি না হলে আমার পরবর্তী প্রজন্মকে শোধ করতে হবে। যারা দান, খয়রাত করেন তারা দাতা হতে পারেন। কিন্তু একটি রাষ্ট্র কীভাবে একটি খয়রাতি গ্রহীতা হতে পারে- প্রশ্ন করেন তিনি। আমাদের রাষ্ট্র সে পর্যায়ে নেই। আমাদের খাতা থেকে দাতা শব্দটি বের করার চেষ্টা করছি।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এফবিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম। স্বাগত বক্তব্য রাখেন এনবিআর সদস্য ও আয়কর মেলার আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক।

আজকের বাজার:এলকে/এলকে ১ নভেম্বর ২০১৭