জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সব অফিসে ২২ নভেম্বর থেকে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। সরকারি ছুটির দিন শুক্রবার-শনিবারও এই রিটার্ন জমা দেওয়া যাবে।
সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এই রিটার্ন জমা দেওয়া যাবে।
এনবিআর সুত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র আরো জানান, আগামী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। করদাতাদের সুবিধার্থে এই সেবা দেওয়া হচ্ছে।