আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ২০১৯ সালের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফগানিস্তান।

শুক্রবার হারারেতে প্রথম ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে আইরিশরা। জাবাব দিতে নেমে ৫ উইকেট আর ৫ বল হাতে রেখেই ২১৩ রান তুলে নেয় আফগানরা।

উদ্বোধনী জুটিতে ৫৩ রান সংগ্রহ করেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। স্টারলিংয়ের ৫৫, কেভিন ও’ব্রেইনের ৪১ আর নেইল ও’ব্রেইনের ৩৬ রানে ২০০ ছাড়ায় আইরিশদের স্কোর। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২০৯ রান তোলে আয়ারল্যান্ড। তিন উইকেট শিকার করেন রশিদ খান।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দারুন শুরু করে আফগানিস্তান। ওপেনিং জুটিতেই ৮৬ রান তোলে তারা। ৫০ বলে ৫৪ রান করে আউট হন মোহাম্মদ শেহজাদ। গুলবাদিন নাইবের ব্যাট থেকে এসেছে ৪৫ রান। শেষ দিকে অধিনায়ক আজগরের অপরাজিত ৩৯ রানের সুবাদে সহজ জয় পায় অল্প সময়ে ক্রিকেটে নিজেদের সামর্থের প্রমাণ দেয়া আফগানিস্তান।

আজকের বাজার/আরজেড