আনঅফিসিয়াল টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড-এ দলকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ-এ দল।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান করে আয়ারল্যান্ড।
টার্গেট তাড়া করতে নেমে, শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশের ওপেনার জাকির হোসেন। তবে একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন অধিনায়ক সৌম্য।
সৌম্য, নাজমুল হোসেন শান্ত (২৩ বলে ৩৮ রান) এবং আফিফ হোসেনের (অপরাজিত ২১ বলে ৩৫ রান) ব্যাটিং নৈপুণ্যে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজরা।
১৮ ওভারেই ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে বাংলাদেশ। সৌম্য ৪১ বলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কায় ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ-এ দল। ১৫ আগস্ট ক্যাসল এভিনিউতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দু’দল। মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ১৭ আগস্ট শেষ ম্যাচ হবে।
দু’টি ম্যাচই বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে।
আজকের বাজার/এমএইচ