আয়ারল্যান্ডে গর্ভপাতে নিষেধাজ্ঞা বাতিলের পক্ষে রায়

আয়ারল্যান্ডের জনগণ গর্ভপাতে নিষেধাজ্ঞা বাতিলের পক্ষেই রায় দিয়েছেন।

শুক্রবার (২৬ম) গণভোটে এ রায় দেয় আয়ারল্যান্ডের জনগণ।

জনমত জরিপে দেখা গেছে, এ আইন উদারীকরণের পক্ষেই বেশিরভাগ মানুষ। সংবাদমাধ্যম দ্য আইরিশ টাইমস ও আরটিএ এর জরিপে দেখা গেছে, ৬৯ শতাংশ মানুষই গর্ভপাতে নিষেধাজ্ঞা বাতিলের পক্ষে রায় দিয়েছেন।

এদিকে, জনগণের এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লেও ভারাদকর। দেশটিতে সংবিধানের অষ্টম সংশোধনী করে গর্ভপাতে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে একাধিক ঘটনায় এর প্রয়োজনীয়তা অনুভব করে আয়ারল্যান্ড।

ধর্ষণের ফলে অবাঞ্ছিত গর্ভধারণ, গর্ভে থাকা শিশুর মৃত্যু ইত্যাদি নানা কারণে গর্ভপাতের অধিকার চেয়ে আসছিলেন নারীরা। তবে গর্ভপাত মানেই হত্যা এমন স্লোগান তুলে এর বিরোধিতাও করেছেন অনেকে।

আরজেড/