আগামী বছরের মে মাসে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। ঐ সিরিজে প্রত্যকটি দল একে অপরের সাথে দু’বার করে মুখোমুখি হবে। লিগ পদ্ধতি শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল ফাইনাল খেলবে। ১৭ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।
ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ওয়ানডে ম্যাচের ঠিক দু’দিন পরই শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। আগামী গ্রীস্মে ব্যস্ত সূচি রয়েছে আইরিশদের। পুরো মৌসুমে ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা। সবগুলো ম্যাচই খেলবে নিজ মাটিতে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও ত্রিদেশীয় সিরিজ ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে দু’ম্যাচের ওয়ানডে সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে আয়ারল্যান্ড।
ওয়ানডে ও টি-২০ সিরিজের পাশাপাশি লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টও খেলবে আয়ারল্যান্ড। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাবার পর পাকিস্তানের নিজেদের অভিষেক ম্যাচ খেলে আইরিশরা। যেটি অনুষ্ঠিত হয়েছিলো ২০১৮ সালের মে মাসে। মালাহিডে অনুষ্ঠিত ঐ ম্যাচে ৫ উইকেটে জিতেছিলো পাকিস্তান।
২০১৯ সালের মার্চে প্রথমবারের মত বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট খেলবে আয়ারল্যান্ড।