পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক বেশির ভাগ কোম্পানির আয় কমেছে। সর্বশেষ প্রান্তিকে (এপ্রিল-জুন’১৭) কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে।
আলোচ্য সময়ে ১০টি বহুজাতিক কোম্পানির মধ্যে আলোচ্য ৬টির আয় কমেছে। এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, বার্জার পেইন্টস বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, গ্ল্যাস্কো স্মিথক্লাইন, লিন্ডে বাংলাদেশ, হাইডেলবার্গ সিমেন্ট ও লাফার্জহোলসিম সিমেন্ট লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বায় কমেছে লাফার্জহোলসিমের। সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। এর আগের বছরের একই প্রান্তিকে যেখানে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৮ পয়সা।
হাইডেলবার্গ সিমেন্টের ইপিএস হয়েছে ৬ টাকা ৪০ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৮ টাকা ৯৯ পয়সা। সেই হিসাবে কোম্পানির ইপিএস কমেছে ২ টাকা ৫৯ পয়সা বা ২৯ শতাংশ।
বাজার বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে বাজারে সিমেন্টের দাম কমায় কোম্পানিগুলোর মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।
গ্ল্যাস্কো স্মিথক্লাইনের অনেক পণ্য এখন ভারত থেকে বাংলাদেশে আসছে বলে বাংলাদেশি পণ্যের বিক্রি কমেছে। তাতে কোম্পানির মুনাফা কমেছে।
অন্য দিকে মুনাফা বৃদ্ধি পাওয়ার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, ম্যারিকো, বাটা সু এবং রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড। কোম্পানিগুলোর মধ্যে বেশি মুনাফা বেড়েছে বাটা সু লিমিটেডের। কোম্পানিটি গত ঈদকে সামনে নিয়ে পণ্য বিক্রি ভালো করেছে। যা আলোচ্য প্রান্তিকে কোম্পানির আয়ে এর প্রভাব পড়েছে।
বাটা সু লিমিটেড সর্বশেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ২৬ টাকা ৭৪ পয়সা। যা এর আগের বছরে একই সময়ে ছিল ১৪ টাকা ১৮ পয়সা। সেই হিসাবে কোম্পাটির আয় বেড়েছে ১২ টাকা ৫৬ পয়সা বা ৮৯ শতাংশ।
উল্লেখ্য, ১৯৭৭ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বহুজাতিক কোম্পানি হিসেবে প্রথম তালিকাভুক্ত হয় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।এরপর বার্জার পেইন্টস বাংলাদেশ ২০০৬ সালে, গ্ল্যাস্ক্যোস্মিথক্লাইন বাংলাদেশ ও লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে, মেরিকো বাংলাদেশ ২০০৯ সালে, হাইডেলবার্গ সিমেন্ট ১৯৮৯ সালে, রেকিট বেনকিজার ও লাফার্জ সুরমা সিমেন্ট ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তবে ২০০৯ সালে গ্রামীণফোন তালিকাভুক্ত হওয়ার পরে আর কোনো বহুজাতিক কোম্পানি ডিএসইতে তালিকাভুক্ত হয়নি।
সূ্ত্র:অর্থসূচক
আজকের বাজার: এলকে/এলকে ০৮ আগস্ট ২০১৬