আয় বেড়েছে এনবিএল’র

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) আয় বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর কোম্পানির আয় বেড়েছে ২৫ দশমিক ৬৬ শতাংশ।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিলো ২ টাকা ২৬ পয়সা। সে হিসাবে ইপিএস বেড়েছে ৫৮ পয়সা বা ২৫ দশমিক ৬৬ শতাংশ।

ইপিএস বাড়লেও গত বছরের তুলনায় এ বছর ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) কমেছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে এনএভি হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিলো ১৯ টাকা ৪৭ পয়সা। সে হিসেবে এনএভি কমেছে ১ টাকা ১৯ পয়সা বা ৬ দশমিক ১১ শতাংশ।

এনবিএলের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিলো। সে হিসেবে এ বছর লভ্যাংশ বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

আজকের বাজার:এলকে/এলকে/ ১মে,২০১৭