আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশের সংখ্যালঘু সম্প্রদায় নিজেদেরকে ‘সংখ্যালঘু’ না ভাববার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে তিনি বলেন,নিজেদের সংখ্যালঘু ভাবার দরকার নেই। এটা ভাবলে মনের মধ্যে ভীতির সৃষ্টি হবে। এমন ভাবনার কোনো প্রয়োজন নেই।
৪ অক্টোবর বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের জানান, এবার সনাতন ধর্মাবলম্বীদের পূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। এ রকম প্রবারণা পূর্ণিমাও শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হবে, এজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
বৌদ্ধসহ সংখ্যালঘুরা বিভিন্ন সময় ক্ষমতাসীনদের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন। সে দিকে ইঙ্গিত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,দুর্বৃত্তদের কোনো ধর্ম, দল থাকতে পারে না। যারা দলীয় পরিচয় দিয়ে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের ওপর হামলা করে, তারাই দুর্বৃত্ত।
এ সময় ওবায়দুল কাদের বৌদ্ধদের উদ্দেশ্যে বলেন,রোহিঙ্গা ইস্যু কাজে লাগিয়ে কেউ যেন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। আবেগ বা ক্ষোভের বশে কেউ আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে মুখ বুজে থাকবেন না, সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিকে জানাবেন। আমাদের জানাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মণি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ আরো অনেকে।
আজকের বাজার:এলকে/এলকে ৪ অক্টোবর ২০১৭