আ.লী‌গের কাউন্সিলর প‌দে ম‌নোনয়ন পে‌লেন যারা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দ‌লের মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মেয়র প্রার্থী ঘোষণার স‌ঙ্গে কাউ‌ন্সিলর‌দের তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫৪টি ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে কাউন্সিলরদের তালিকা ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তবে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের তালিকা ঘোষণা করেননি তিনি।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর তালিকা রোববার রাতে অথবা সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে এর আগে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বস‌বে আওয়ামী লীগ।

আজকের বাজার/এমএইচ