ইংলিশ চ্যানেলে মঙ্গলবার নৌকা ডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী চার জনের মৃত্যু হয়েছে। এ নৌকাতে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেন যাওয়ার চেষ্টা করছিল। এক ফরাসি কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
নর্ড বিভাগের ওই কর্মকর্তা জানান, নৌকাটি ডুবে যাওয়ায় এক ব্যক্তি পানিতে পড়ে প্রাণ হারায়। এ ঘটনায় ১৪ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়। পরে এদের মধ্যে তিন জন মারা যায়। যাদের উদ্ধার করা হয়েছে তাদের কয়েকজন হৃদরো
গ এবং অন্যরা হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছে।