গতরাতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে নীচের সারির দল এভারটনের কাছে হেরে যাওয়ায় ক্ষুব্ধ চেলসির কোচ টমাস টাচেল। এভাবে খেললে শীর্ষ চারে থাকাটা কঠিন হয়ে পড়বে বলে উল্লেখ করেন টাচেল।
তিনি বলেন, ‘আমরা নিরাপদ নই এবং কখনোই নিরাপদ থাকা যায় না, সেরার লড়াইয়ে থাকি বা সেরা দুই বা সেরা তিন বা চার, এসব কোন ব্যাপার নয়। সর্বশেষ চার ম্যাচে কেবল চার পয়েন্ট পেয়েছি, এটা কখনোউি যথেষ্ট নয়।’
তিনি আরও বলেন, ‘নিজেদের সামাল দিতে হবে আমাদের। এই মুহূর্তে আমরা ভালো খেললেও পয়েন্ট পাচ্ছি না, যেটুকু প্রাপ্য, তা ধরা দিছে না, আর মোটামুটি খেললে তো হেরেই যাচ্ছি। খুব বাজে একটা অধরাবাহিকতা মধ্যে যাচ্ছে।’ খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান