ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আর্সেনাল। গতরাতে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেডকে। এই জয়ে শীর্ষ চারে থাকার পথে টিকে থাকলো আর্সেনাল।
ম্যাচে প্রথম গোল পায় আর্সেনাল। ৩৮ মিনিটে গোল করেন রব হোল্ডিং। ৪৫ মিনিটে সমতা আনে ওয়েস্ট হাম ইউনাইটেড। দলের পক্ষে গোলটি করেন জার্ড বোয়েন। আর ৫৪ মিনিটে গাব্রিয়েলের করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ে ৩৪ ম্যাচে ২০ জয়, ৩ ড্র ও ১১ হারে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আর্সেনাল। চেলসি ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ও ৬১ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে টটেনহাম হটস্পার পঞ্চমস্থানে আছে। এখন পর্যন্ত শীর্ষ চারে থাকা দৌঁড়ে চেলসি-আর্সেনাল ও টটেনহামই ভালোভাবে টিকে আছে। আর ৩৫ ম্যাচে ১৫ জয়, ৭ ড্র ও ১৩ হারে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে ওয়েস্ট হাম। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান