বড় জয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো ম্যানচেষ্টার সিটি। গতরাতে ৩৪তম রাউন্ডের ম্যাচে ম্যান সিটি ৪-০ গোলে হারায় লিডস ইউনাইটেডকে। ম্যান সিটির পক্ষে রড্রি (১৩ মিনিট), নাথান আকে (৫৪ মিনিট), গাব্রিয়েল জেসুস (৫৪ মিনিট) ও ফার্নান্দিনহো (৯৩ মিনিট)। ম্যাচের বেশিরভাগ সময়ই বল দখলে রেখেছিলো ম্যান সিটি। ৫৯ শতাংশ বল দখলে ছিলো তাদের।
এই ৩৪ ম্যাচে ২৬ জয়, ৩ হার ও ৫ ড্রতে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যান সিটি। ৩৪ ম্যাচে ২৫ জয়, ২ হার ও ৭ ড্রতে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে লিভারপুল। শিরোপা জয়ের পথে টিকে আছে ম্যান সিটি ও লিভারপুল। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে চেলসি।
বাসস/এএমটি/১৪০০/স্বব কর্ষ্টাজিত জয়ে শিরোপার পথে টিকে রইল লিভারপুল
লন্ডন, ১ মে ২০২২ (বাসস) : ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জয়ে দারুনভাবে টিকে আছে লিভারপুল। গতরাতে ৩৪তম রাউন্ডের ম্যাচে লিভারপুল ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। দলের জয়ের নায়ক ছিলেন নাবি কেইটা। ম্যাচের ১৯ মিনিটে গোলটি করেন তিনি।
লিভারপুলের সাথে শিরোপা জয়ের দৌঁড়ে আছে ম্যানচেস্টার সিটিও। পয়েন্ট টেবিলের দু’দলের ব্যবধান মাত্র ১ পয়েন্টের।
৩৪ ম্যাচে ২৬ জয়, ৩ হার ও ৫ ড্রতে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যান সিটি। ৩৪ ম্যাচে ২৫ জয়, ২ হার ও ৭ ড্রতে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে লিভারপুল। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে চেলসি।
লিগে ম্যান সিটি ও লিভারপুলের আরও বাকী ৪টি করে ম্যাচ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান