বিশাখাপত্তম টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারী ইংল্যান্ডকে চেপে ধরেছে স্বাগতিক ভারত। নিজেদের প্রথম ইনিংসে ৪৫৫ রান করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১০৩ রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড। ফলে দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ৩৫২ রানে পিছিয়ে রয়েছে ইংলিশরা।
৪ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি ১৫১ ও রবীচন্দ্রন অশ্বিন ১ রান নিয়ে শুরু করেন। দিনের শুরুতেই তিনটি চার মেরে দ্রুত রান তোলার আভাস দিয়েছিলেন কোহলি। কিন্তু কোহলিকে ১৬৭ রানের বেশি এগোতে দেননি ইংল্যান্ডের অফ-স্পিনার মঈন আলী। ১৮টি বাউন্ডারিতে ২৬৭ বলে নিজের ইনিংসটি সাজান কোহলি।
কোহলিকে বিদায় দেয়ার পর ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজাকে নিজের শিকার বানান মঈন। এতে ভারতকে ৪শ’র নীচে গুটিয়ে দেয়ার পথ তৈরি করেন মঈন। কিন্তু মঈন ও ইংল্যান্ড বোলারদের দক্ষতার সাথে মোকাবেলা করে ভারতের রান ৪শ’ পার করেন অশ্বিন ও অভিষেক ম্যাচ খেলতে নামা জয়ন্ত যাদব। অষ্টম উইকেটে ৬৪ রানের জুটি গড়েন অশ্বিন ও জয়ন্ত।
এরপর দলীয় ৪২৭ রানে অশ্বিন-জয়ন্তের জুটি ভাঙ্গেন ইংল্যান্ডের মিডিয়াম পেসার বেন স্টোকস। টেস্ট ক্যারিয়ারের অষ্টম ও ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে ৫৮ রানে থামেন অশ্বিন। তার ৯৫ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি ছিলো।
অশ্বিন ফিরে গেলে, ভারতের ইনিংসটা টেনে নেয়ার দায়িত্ব পান প্রথম শ্রেনির ক্রিকেটে ডাবল-সেঞ্চুরিসহ দু’টি সেঞ্চুরির মালিক জয়ন্ত। কিন্তু উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৩টি চারে ৮৪ বলে ৩৫ রান করেন জয়ন্ত।
এরপর শেষ উইকেট জুটিতে ১৫ রান যোগ করে ভারতকে ৪৫৫ রানে নিয়ে যান উমেশ যাদব ও মোহাম্মদ সামি। উমেশকে ব্যক্তিগত ১৩ রানে শিকার করে ভারতের ইনিংসের সমাপ্তি টানেন ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদ। এন্ডারসন ও মঈন ৩টি করে উইকেট নেন।
চা-বিরতির আগে ভারতকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংসের তৃতীয় ওভারেই অধিনায়ক অ্যালিষ্টার কুককে হারায় ইংল্যান্ড। ২ রানে থাকা কুককে বোল্ড করেন মোহাম্মদ সামি। এরপর পরিস্থিতি
সামাল দেন আগের ম্যাচে অভিষেক হওয়া হাসিব হামিদ ও জো রুট।
সামান্য সময় নিয়ে উইকেটে সেট হয়ে রান তোলার কাজটা করছিলেন রুটই। অন্যপ্রান্তে সহায়তায় ছিলেন হামিদ। এরই মধ্যে ৫১ রানে পৌঁছে যায় ইংল্যান্ড। তবে রুটের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউটের ফাঁেদ পড়ে নিজের বিদায়টা নিশ্চিত করেন হামিদ। ৫০ বলে ১৩ রান করেন তিনি।
এরপর বেন ডাকেটকে নিয়ে আবারো ইনিংস মেরামেত মনোযোগি হন রুট। এতে অনায়াসেই স্কোরবোর্ডে রান উঠছিলো ইংল্যান্ডের। কিন্তু অনায়াসে রান তোলার পথে বাঁধা হয়ে দাঁড়ান ভারতের অশ্বিন। দলীয় ৭২ থেকে আরও ৭ রানের ব্যবধানে ডাকেট ও রুটকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে, ইংলিশদের ব্যাকফুটে ঠেলে দেন অশ্বিন।
ব্যাকফুটে চলে যাওয়া ইংল্যান্ডকে এরপর আরও চাপে পড়ে যায়। দলীয় ৮০ রানে মঈনের উইকেট শিকার করেন অভিষেক ম্যাচ খেলতে নামা জয়ন্ত। রুট ৫৩, ডাকেট ৫ ও মঈন ১ রান করেন।
৮০ রানে পঞ্চম উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে দিনের বাকী সময়টা বিপদ ছাড়া শেষ করে দেন স্টোকস ও উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। ১২ রান নিয়ে দু’জনই অপরাজিত আছেন। আর ৫ উইকেটে ১০৩ রান তুলে দিন শেষ হয় ইংল্যান্ডের। ২০ রানে ২ উইকেট শিকার করেন অশ্বিন।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) :
ভারত : ৪৫৫/১০, ১২৯.৪ ওভার (কোহলি ১৬৭, পূজারা ১১৯, অশ্বিন ৫৮, এন্ডারসন ৩/৬২)।
ইংল্যান্ড : ১০৩/৫, ৪৯ ওভার (রুট ৫৩, হামিদ ১৩, অশ্বিন ২/২০)।
সূত্র: বাসস