বিশ্বকাপে ধুকতে থাকা ইংল্যান্ডকে পরাজিত করা ততটা কঠিন ছিলনা বলে মন্তব্য করেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। রোববার বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সহজেই ১০০ রানের পরাজিত করে ছয় ম্যাচে এখনো অপরাজিত থেকে স্বাগতিক ভারত প্রথম দল হিসেবে বিশ^কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে।
লক্ষেèৗতে প্রথমে ব্যাটিং করে ভারত ৯ উইকেটে ২২৯ রানের মামুলি স্কোর গড়ে । জবাবে দুই ফাস্ট বোলার মোহাম্মদ সামি ও জসপ্রিত বুমরাহার তোপের মুখে ইংল্যান্ড ৩৪.৫ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। দুই উইকেট নিয়েছেন কুলদীপ। এর মধ্যে ইংলিশ অধিনায়ক জন বাটলাকে দুর্দান্ত এক গুগলিতে মাত্র ১০ রানে বোল্ড করে সাজঘরের পথ দেখান কুলদ্বীপ ম্যাচ শেষে বলেছেন, ‘সত্যি বলতে কি এটা দারুন এক জয় ছিল। বর্তমান চ্যাম্পিয়দের হারানো সবসময়ই বিশেষ কিছু। তারা এ পর্যন্ত
এবারের বিশ^কাপে ভাল করতে পারেনি। সে কারনেই তাদের হারানো আমাদের জন্য সহজ হয়েছে। তারপরও তারা আমাদের মাত্র ২২৯ রানে আটকে রেখেছে। আমরা ভেবেছিলাম দ্রুত উইকেট তুলে নিতে পারলে ম্যাচে টিকে থাকা সম্ভব হবে। জসপ্রিত ও সামি সেই কাজটাই করেছে। তাদের কারনে ৪০ রানে ইংল্যান্ডের ৪ উইকেটের পতন হয়। আমরা শুধুমাত্র সঠিক জায়গায় বোলিং করতে চেয়েছি, তারা যাতে ভুল করে সেই আশা করেছি।’
সামি ২২ রানে নিয়েছেন ৪ উইকেট। বুমরাহ ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে একবার হ্যাট্রিকের সুযোগও পেয়েছিলেন বুমরাহ।
২০১৯ বিশ^কাপে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল ইংল্যান্ড। সে আসরে স্বাগতিকদের কাছে পরাজিত হয়েছিল ভারত।
ঐ আসরের ইংল্যান্ড দলের সাথে বর্তমান দলের তুলনা করে কুলদীপ বলেন, ‘আমি মনে করি কন্ডিশন ইংল্যান্ডের অনুকুলে নেই। তারা বিশে^র সেরা একটি দল। দীর্ঘদিন ধরে তারা দারুন ক্রিকেট খেলছে, তাদের বর্তমান দলটিও একসাথে অনেকদিন খেলেছ। সে কারনে দলে খুব একটা পরিবর্তন আসেনি।’ (বাসস/এএফপি)