রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখল ছন্দে থাকা বেলজিয়াম। কালিনিনগ্রাদে ‘জি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে দলটি। এবারের আসরে এটি তাদের টানা তৃতীয় জয়। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ইংল্যান্ড পেল প্রথম পরাজয়ের স্বাদ।
হারলে ক্ষতি নেই, জিতলে সুবিধা পাবে জয়ী দল। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত দুর্বল জাপানকে পাবে গ্রুপ চ্যাম্পিয়নরা। এমন সমীকরণের ম্যাচে রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নেয় ইংল্যান্ড-বেলজিয়াম। দুদলই দ্বিতীয় সারির দল নামায়।বেলজিয়াম আনলো নয় পরিবর্তন, ইংল্যান্ড আটটি। স্বাভাবিকভাবেই আগের দুই ম্যাচের মতো চেনা ছন্দে দেখা যায়নি তাদের। নিষ্প্রাণ ম্যাচে দারুণ এক গোলে বেলজিয়ামকে জয় এনে দিয়েছেন আদনান ইয়ানুজাই।
প্রথমার্ধে কেউ তেমন জোরালো আক্রমণ শাণাতে পারেনি। ফলাফলও যা হওয়ার কথা তাই হয়। ঘুমপাড়ানি এ অর্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার কিছুটা বাড়ায় বেলজিয়াম। এতেই সাফল্য আসে। ৫১ মিনিটে ডি-বক্স থেকে বাঁ পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন আদনান ইয়ানুজাই। দেশের হয়ে এটাই রিয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ডের প্রথম গোল।
৬৬তম মিনিটে দারুণ সুযোগ পেয়েও সমতা ফেরাতে পারেননি মার্কাস রাশফোর্ড। জেমি ভার্ডির কাছ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড বল পাওয়ার সময় সামনে ছিলেন কেবল গোলরক্ষক থিবো কোর্তোয়া। কোনাকুনি শটে গোলের চেষ্টা করেন রাশফোর্ড। ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন কোর্তোয়া।
পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার কিছুটা বাড়ায় ইংল্যান্ড। তবে বেলজিয়ামের জমাট রক্ষণ কিংবা ছন্দে থাকা কোর্তোয়াকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।
‘জি’ গ্রুপের সব ম্যাচ শেষে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বেলজিয়াম। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে তিউনিসিয়া। শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে পানামা।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামী ২ জুলাই বাংলাদেশ সময় রাত বারোটায় জাপানের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। আর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৩ জুলাই বাংলাদেশ সময় রাত বারোটায় কলম্বিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। কলম্বিয়া-ইংল্যান্ড ম্যাচের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় রাউন্ড।
আরএম/